সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বুধবার আংশিক চন্দ্রগ্রহণ \হযাযাদি ডেস্ক আগামী বুধবার আংশিক চন্দ্রগ্রহণ হবে। বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে। বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দৃশ্যমান হবে। প্রসঙ্গত, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ম যাযাদি ডেস্ক রাজধানীর ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভোরে কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলেও পরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। তার স্বামীর নাম সাহেব আলী। থাকেন যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবার ৪৫ পুলিশ কর্মকর্তা বদলি ম যাযাদি ডেস্ক ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবদলের ধারাবাহিকতায় এবার অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রোববার পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করেছে। এই কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত জিআইজি এবং ৩২ জন পুলিশ সুপার। বদলি করে তাদের নতুন দায়িত্বে যুক্ত করা হয়েছে। নেত্রকোনা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, রাঙামাটি, লক্ষ্ণীপুর, নীলফামারীর পুলিশ সুপারকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মেহেরপুর ও চাঁদপুরে নতুন পুলিশ সুপারকে যুক্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা পেছাল ম যাযাদি ডেস্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা পিছিয়েছে। আগের সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১০ অক্টোবর থেকে। এখন নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২১ অক্টোবরে। এ পরীক্ষা শেষ হবে ৮ ডিসেম্বরে। পরিবর্তিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু ২১ অক্টোবর। এ পরীক্ষা শেষ হবে ১২ ডিসেম্বরে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভু্যদয়ের ইতিহাস (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।