আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি :এপিবিএন সদস্য হেফাজতে

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) কনস্টেবল মো. সুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার এপিবিএন থেকেই তাদের সদস্য সুজনকে ডিবির হেফাজতে দেওয়া হয়। পরে ৫ আগস্টের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলার (নম্বর-৯) পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক বলেন, ৫ আগস্ট চানখারপুল এলাকায় এক এপিবিএন সদস্যের হাঁটু গেড়ে বসে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়। 'এর পরিপ্রেক্ষিতে এপিবিএন কর্তৃপক্ষ কনস্টেবল সুজনকে ডিবি হেফাজতে দেয়। পরে ডিবি থেকে আমাদের কাছ হস্তান্তর করে।' পুলিশের এই কর্মকর্তা বলেন, 'পুলিশ সদস্য গ্রেপ্তার করতে সদর দপ্তরের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আমাদের সেসব প্রক্রিয়া চলমান রয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।' কনস্টেবল সুজন উত্তরা পূর্ব থানাধীন এপিবিএন-১৩-তে কর্মরত ছিলেন।