রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
পদোন্নতির দাবি

কৃষি ব্যাংকের দশম গ্রেডের কর্মকর্তাদের মানববন্ধন

যাযাদি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কৃষি ব্যাংকের দশম গ্রেডের কর্মকর্তাদের মানববন্ধন

পদোন্নতি ও পদোন্নতিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা। শনিবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্যাংকটির দশম গ্রেডের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য চলছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। ব্যাংকটিতে নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন দশম গ্রেডের কর্মকর্তারা। অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি দশম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ী, তিন বছর পরপর পদোন্নতি হলেও দশম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সাত-আট বছর অপেক্ষা করতে হচ্ছে।

কর্মকর্তারা বলেন, কৃষি ব্যাংকের মোট ১০ হাজার ২৭ জন জনবলের মধ্যে ৫ হাজারের বেশি দশম গ্রেডের কর্মকর্তা। তারাই ব্যাংকের সেবাদানে মূল ভূমিকা রাখছেন, কিন্তু পদোন্নতিতে বঞ্চিত হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে