রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

আন্দোলনে গুলিবিদ্ধের ৪০ দিন পর মারা গেলেন সাব্বির

দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আন্দোলনে গুলিবিদ্ধের ৪০ দিন পর মারা গেলেন সাব্বির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ৪০ দিন পর মো. সাব্বির (১৭) শনিবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি কুমিলস্না দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সারাদেশের

মতো দেবিদ্বার উপজেলায়ও ছাত্র-জনতা উলস্নাসে মেতে উঠে, চলে আনন্দ মিছিল। একপর্যায়ে কিছু দুষ্কৃতকারী থানায় আক্রমণ করে পুড়িয়ে দেয় পুলিশের পিকআপ ভ্যান। এ সময় থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ চালালে পুলিশও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় সাংবাদিকসহ প্রায় ৬০ জন ছাত্র-জনতা।

এদিন মাথায় গুলিবিদ্ধ হন সাব্বির। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওইখানে প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে ১৩ সেপ্টেম্বর সাব্বির বাড়িতে ফেরেন। কিন্তু বাড়ি ফেরার একদিন পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃতু্যর কোলে ঢলে পড়েন তিনি।

সাব্বিরের মা রিনা বেগম বলেন, 'দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় চিকিৎসা শেষে শুক্রবার ছেলেকে নিয়ে বাড়ি আসি। কিন্তু আজ সকালে আমার ছেলেটি মারা গেল। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় তার আর লেখাপড়া করা হয়নি। সিএনজি চালিয়ে সংসারের হাল ধরে।'

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, 'সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে। সাব্বিরের পরিবারের পাশে আমরা সব সময় থাকব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে