দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি ঘটেছে। জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, কুমিলস্না ও মুন্সীগঞ্জ। এর মধ্যে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় ট্রাক চাপায় এক শিক্ষার্থী, কুমিলস্নার চান্দিনায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় পথচারী ও মুন্সীগঞ্জের গজারিয়ার পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন এলাকায় ট্রাক চাপায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামে এক মাদ্রাসার ছাত্রীর মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বায়েজিদ থানার বটতল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফারজানা জান্নাত মুনতাহা একই থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরের বায়েজিদের ট্যানারি বটতল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় রাসায়নিকবাহী ট্রাক। এ সময় অটোরিকশায় থাকা মুনতাহা ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।
বায়ে?জিদ বোস্তা?মি থানার ও?সি সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাত?দন্তের জ?ন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে শিশুর স্বজনরা আসছে। ট্রাক?টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চান্দিনার গোমাতা এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিলস্নাগামী মাইক্রোবাস চাপায় মো. আ. মান্নান মুন্সী (৬৭) নামে একজন পথচারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, মাইক্রেবাসের চাপায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স গৌরীপুরে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনূল ইসলাম জানান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স গৌরীপুর থেকে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া পাখির ব্রিজের ওপর উঠার সময় মালবাহী ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দুই খালাতো ভাই তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু।
স্থানীয়রা জানান, মোটর সাইকেল যোগে তারা ঢাকা থেকে কচুয়া আসার সময় পথিমধ্যে মহাসড়কের গজারিয়া এলাকার পাখির মোড় ব্রিজের ওপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে রনি মারা যান। আর গুরুতর আহত অবস্থায় জিপুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তিনি মারা যান।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে তানভীর আহমেদ রনি পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং জাহিদ হাসান জিপু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। দুইজনই ঢাকা কলেজের মেধাবী ছাত্র এবং খালাতো ভাই। শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে।