রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বুয়েটে নতুন ভিসি ও

প্রো-ভিসি নিয়োগ

ম যাযাদি ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্বদ্যিালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে উপাচার্য (ভিসি) পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

পৃথক আরেক প্রজ্ঞাপনে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য

নিয়োগ করা হয়েছে।

সাবেক এসবি প্রধান

মনিরুলের দুর্নীতি

অনুসন্ধানে তদন্ত

কমিটি

ম যাযাদি ডেস্ক

সদ্য চাকরিচু্যত পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা গায়েবের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়াকে প্রধান করে এ কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিআইজি গোলাম কিবরিয়া। তিনি বলেন, 'পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা তছরুপ ও তার বিরুদ্ধে আরও কিছু দুর্নীতির অভিযোগে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও দুজন পুলিশ সদস্য রয়েছেন।'

তিনি আরও বলেন, 'তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুরো তদন্ত শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে।'

বোটানিক্যাল গার্ডেনের

প্রবেশ ফি কমে

৩০ টাকা

ম যাযাদি রিপোর্ট

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ বছরের বেশি বয়সি দর্শনার্থীদের জনপ্রতি প্রবেশ ফি ৩০ টাকা, ৬ থেকে ১২ বছর বয়সিদের প্রবেশ ফি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৫ বছর বা তার কমবয়সি শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ১০০ জনের দলগত ফি পড়বে এক হাজার টাকা; ১০১ থেকে ২০০ জনের এক হাজার ৫০০ টাকা। আর বিদেশিদের জন্য জনপ্রতি প্রবেশ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্যানে শরীর চর্চা করতে আসা ব্যক্তিদের বার্ষিক কার্ড ফি ৫০০ টাকা। অর্থাৎ, ৫০০ টাকার কার্ড করে নিলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তারা বোটানিক্যাল গার্ডেনে

শরীর চর্চা করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে