বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল ৪ টেকনিশিয়ানের

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়ার শেরপুরে মজুমদার ওয়েল মিলে তেলের ট্যাংক বিস্ফোরণে চার টেকনিশিয়ান প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনির বাসিন্দা খলিলুর রহমানের ছেলে ইমরান, একই এলাকার সোলায়মানের ছেলে আবু সাঈদ, সালাম হোসেনের ছেলে মনির হোসেন ও একই এলাকার রুবেল মিয়া। নিহতদের লাশ বগুড়ারার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ট্যাংক মেরামতের কাজ করছিলেন ওই চার শ্রমিক। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ওই চার শ্রমিক আহত হন। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের লাইন পরিষ্কারের সময় বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হন। বগুড়ায় হাসপাতালে নেয়ার পর তারা মারা যান।