প্রধান উপদেষ্টার জন্য দোয়া ও বিএনপি-জামায়াতসহ সব দলের প্রতি আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেবের আহ্বান

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এমএ মাদ্রাসা ও জৈনপুরী দরবার শরিফসহ আন্তর্জাতিক পর্য্যায়ে বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব দরবারস্থ মাসিক মাহফিলে বলেন, 'পতিত সরকার সব সময় যে কোনো অপকর্মের জন্য বিএনপি- জামায়াতকে দোষারোপ করত। আজ নব স্বাধীনতার পর আপনারা সেসব প্রতিশোধমূলক, হিংসাত্মক আচরণ ও বার্তাগুলো ভুলে গেলে চলবে না। ক্ষমতা দখল থেকে দেশ রক্ষা করা প্রথম ফরজ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হুমকি-ধামকি ভুলে গেলে চলবে না। আমি সব দলের নেতাকর্মীদের বলব, আপনারা খবরদার, এখনো বিভিন্ন দফা নিয়ে মাঠে নামবেন না, যারা নামবেন, তারাই দেশের শত্রম্ন। অন্তর্বর্তী সরকারকে সময় দিন, বিশ্ব বরেণ্য (নোবেল পুরস্কার বিজয়ী) নেতা ড. মো. ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে দেশ গড়ার ও সংস্কার করার সুযোগ দিন। সবাই তাদের সহযোগিতা করুন। তিনি সমন্বয়ক মো. নাহিদ ও আসিফ মাহমুদ সজীব ভূঞাকে উপদেষ্টা করায় প্রধান উপদেষ্টাকে অশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, 'বিএনপি-জামায়াত পরস্পর একে অপরকে হিংসা করা থেকে বিরত থাকুন। জনসাধারণ যেন বুঝতে না পারে, আপনারা একে অপরের প্রতিপক্ষ। ইত্তেহাদ ও ইত্তেফাক যেখানে, আলস্নাহর রহমত সেখানে। শ্রমিকদের বলব, আপনারা গার্মেন্টে অস্থিরতা সৃষ্টি করবেন না, কারণ ইহাই আপনাদের জীবন-জীবিকার উসিলা। বিজিএমই'র মালিকদের বলব, আপনারা ব্যবসায়ী, কোনো সরকার আপনাদের ব্যবসায়ে বরকত ও উন্নত করিয়া দিতে পারবে না। ব্যবসায়ীদের ধর্ম হলো সততা ও আলস্নাহর রহমত কামনা করা। অন্যথায় আলস্নাহ আপনাদের প্রতি নারাজ হয়ে যাবে। শ্রমিকদের নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন।' সর্বশেষ পীর সাহেব কেবলা বলেন, 'আগামী ১৬ সেপ্টেম্বর বাদ আসর থেকে উক্ত মাদ্রাসা ও দরবার শরিফে অনুষ্ঠেয় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) মাহফিলে সব ভক্তকে দাওয়াত জানিয়ে আখেরি মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি