সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
উখিয়ায় মধ্যরাতে
দুই রোহিঙ্গাকে
গুলি করে হত্যা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে ২ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ভোরে উখিয়া কুতুপালং ২০নং ক্যাম্প ও ৪নং ক্যাম্পে পৃথক দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ২০নং ক্যাম্পের আবুল কালামের পুত্র ইমাম হোসেন (৩৭) ও কক্সবাজারের ৪নং ক্যাম্পের গণি মিয়ার পুত্র রহমতুলস্নাহ (২৫)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ডগুলো ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উলেস্নখ করেন তিনি।
নিহতের স্বজনরা জানান, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রম্নপ আরএসও বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসীরা গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে তাদের গুলি করে হত্যা করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, আরসা ও আরএসওসহ বেশ কয়েকটি গ্রম্নপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয়। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা, ঘটছে হত্যাসহ নানা অপরাধ।
জয়ন্তর লাশ ৪৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
ম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র শ্রী জয়ন্ত কুমার সিংহের (১৫) লাশ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন। সিলেটের স্বর্ণা দাসের পরে গত রোববার দিবাগত রাত ১টার দিকে কিশোর জয়ন্ত বিএসএফ'র গুলিতে নিহত হয়। ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশকালে ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ গুলি চালালে জয়ন্ত ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।
এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
রাজধানীতে অটোরিকশার
ধাক্কায় শিশু নিহত
ম যাযাদি ডেস্ক
রাজধানীর ইব্রাহিমপুরে অটোরিকশার ধাক্কায় মিরা রানী নামে দেড় বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। ঘটনার সময় তার মা পাশেই ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ইব্রাহিমপুর ঈদগা রোডে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে শিশুটির মা কলি রানী জানান, বিকালে শিশুটি বাসার পাশে একটি অ্যাপার্টমেন্টের সামনে খেলছিল। ব্যস্ত রাস্তাটি দিয়ে অনেক অটোরিকশা চলে। শিশুটির হাত ধরে রেখেছিলেন মা। মায়ের হাতে কামড় দিয়ে দৌড় দেয় শিশুটি। তখন কয়েক হাত দূরে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে।
শিশুটির বাবা নয়ন চন্দ্র সরকার জানান, সঙ্গে সঙ্গে মিরাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশুটি মারা যায়।
চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কাফরুল থানায় জানানো হয়েছে।