ইউএনওডিসির প্রতিনিধি দলের সঙ্গে দুদকের সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেকসেরার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউএনওডিসির প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেছেন।