কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
চলতি মাসের ৯ সেপ্টেম্বর তিতাস গ্যাসের আওতাধীন কালীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, মধ্যপাড়া, কেরানীগঞ্জ ঢাকায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৬টি অবৈধ শিল্প সংযোগ এবং ২টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন হিসেবে প্রায় ২ লাখ ৮৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার টাকা। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে শাহনেওয়াজ পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক (জিটিসিএল) এবং তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সেলিম মিয়া ও মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তওহিদুল ইসলাম ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি