শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

জাবিতে নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

জাবি প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জাবিতে নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শেষে উপাচার্য কামরুল আহসান উপস্থিতি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। এসময় নতুন উপাচার্যের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন আলোচনায় অংশগ্রহণকরীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংস্কার, শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করা, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, চাঁদাবাজি বন্ধ করাসহ সব ধরনের অনিয়ম ও দুর্নীতি মুক্ত করার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। কোনো দলীয়করণের কারণে কোনো শিক্ষকের প্রমোশন যেন আটকে দেওয়া না হয় তার দাবি জানান শিক্ষকরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন উপাচার্যসহ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পুরনো ফজিলাতুন্নেছা হলের সামনে নির্মিতব্য শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত উপাচার্য। এরপর জাবির কেন্দ্রীয় শহীদ মিনার ও সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে