সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর
শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী অ্যাকাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।
মিটিংয়ে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, সভায় আলোচনার মাধ্যমে ২০-২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে নেওয়া হতে পারে বলেও সূত্র জানায়।
এই সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিবের দায়িত্ব
নিলেন জসীম উদ্দিন
ম যাযাদি ডেস্ক
অন্তর্র্বর্তীকালীন সরকার কাজ শুরুর এক মাসের মাথায় বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিক কাতার ও গ্রিসেও বাংলাদেশ মিশনের নেতৃত্ব দিয়েছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে যোগ দিয়েছেন জসীম উদ্দিন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার প্রোফাইলসহ ছবিও যুক্ত করা হয়েছে।
ক্ষমতার পালাবদলে প্রশাসনে অনেক পরিবর্তনের মধ্যে শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ গত ২ সেপ্টেম্বর বাতিল করে অন্তর্র্বর্তীকালীন সরকার।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিলিস্ন, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।