শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
পরিবার পরিকল্পনা

সাধারণ ক্যাডার বিলুপ্ত করে টেকনিক্যালে সমন্বয় করার দাবি

যাযাদি রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাধারণ ক্যাডার বিলুপ্ত করে টেকনিক্যালে সমন্বয় করার দাবি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নিপীড়িত, নিষ্পেষিত চিকিৎসক কর্মকর্তাদের যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি চিকিৎসকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন অধিদপ্তরের পুনর্গঠনের দাবিতে সাত দফা দাবি পেশ করেছেন পদবঞ্চিত চিকিৎসক ও কর্মকর্তরা।

রোববার বেলা ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধন শেষে সংবাদ

সম্মেলনে এসব কথা জানান তারা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসি এসডিপি ইউনিটের সহকারী পরিচালক ডা. মো. সোহেল হাবিব।

তিনি বলেন, মাঠ পর্যায়ে সব কার্যক্রমের

জন্য গঠনতন্ত্র অনুযায়ী, টেকনিক্যাল পদ আছে ১ হাজার ১২০টি। এসব পদের বিপরীতে পরিচালকের পদ আছে শুধুমাত্র ২টি, উপ-পরিচালক পদ মাত্র ২টি, সহকারী পরিচালক পদ ৫৫টি এবং মেডিকেল অফিসার ১ হাজার ৬১টি। যাহা একটি সুসংগঠিত ক্যাডার সৃষ্টির অন্তরায়। বিদ্যমান পদকাঠামোতে একজন ক্যাডার কর্মকর্তা তার প্রায় সম্পূর্ণ চাকরিকাল ০১টি পদেই সমাপ্তি ঘটছে।

অন্যদিকে বিসিএস পরিবার পরিকল্পনা (সাধারণ) ক্যাডারদের জন্য বিদ্যমান পদ আছে ৬০৩টি। আরও ৯০টি পদ প্রস্তাবিত আছে। এসব পদের বিপরীতে মহাপরিচালকের পদ আছে শুধুমাত্র ১টি, পরিচালকের পদ আছে ৫টি, উপ-পরিচালক পদ ৭০টি, সহকারী পরিচালক পদ ১৬টি এবং মেডিকেল অফিসার ৪৮০টি। এছাড়া লিভ রির্জাভে উপপরিচালক পদ ৭টি, সহকারী পরিচালক পদ ১টি এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন ২৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে