শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃতু্য, হাসপাতালে ভর্তি ৪০৩ জন

ম যাযাদি ডেস্ক

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৪০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৭ জন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৫২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ২০৭ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। এ সময় মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ৫১ দশমিক ৬ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ।

দাউদকান্দিতে যুবককে

কুপিয়ে হত্যার অভিযোগ

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দাউদকান্দিতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের মসজিদের কাছে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৩০) পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। তিনি ওলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। তিনি তার গ্রাম ওলাপাড়া মসজিদের কাছে গেলে একদল দুর্বৃত্ত কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রোমেন বড়ুয়া বলেন, ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিষয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাড্ডায় নারীর ঝুলন্ত

মরদেহ উদ্ধার

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মেরুল বাড্ডায় আক্তার জান্নাত (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জান্নাত নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যাওলা গ্রামের আরশাদ উদ্দিনের মেয়ে। তার স্বামী কৃষক মো. শাহারুল।

নিহতের ছোট ভাই ইয়াসিন সংবাদ মাধ্যমকে জানান, 'এক মাস আগে তার বোন জান্নাতের পারিবারিকভাবে বিয়ে হয়। ১০ দিন আগে ময়মনসিংহ ফুলপুর শ্বশুরবাড়ি থেকে বাড্ডায় বাবার ভাড়া বাসায় আসেন তিনি। বৃহস্পতিবার তার স্বামী শাহারুলও ঢাকায় আসেন। শুক্রবার রাতে বাথরুমে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন জান্নাত। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ। শনিবার ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, 'নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে