চাঁদাবাজ-দখলবাজ প্রতিরোধের ঘোষণা এম এ কাইয়ুমের
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম কাইয়ুম বলেছেন, ৫ আগস্ট স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। সুবিধাভোগী একটি শ্রেণি এখনো ভোলপাল্টে চাঁদাবাজি, দখলবাজি করার চেষ্টা করছে। কিন্তু এখন আর তারা সফল হতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে দখলবাজ ও চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।
শুক্রবার জুমার নামাজের পর বাড্ডা গুদারাঘাট এলাকার মসজিদের জুম্মার নামাজের পর এলাকাবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি। হামলা, মামলা নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই সভাপতি গত সপ্তাহে দেশে ফিরেছেন। বিদেশেও গিয়ে স্বস্তিতে ছিলেন না। তৎকালীন সরকার তাকে অভিবাসন সংক্রান্ত জটিলতায় ফেলে দেওয়ায় মালয়েশিয়ায়ও তাকে জেল খাটতে হয়েছে।
দেশে ফিরে মামলা জটিলতা শেষ করে শুক্রবারই প্রথম তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। এম এ কাইয়ুম বলেন, 'এখনো কিছু মুখোশধারী বিশৃঙ্খলার সৃষ্টি করছে, চাঁদাবাজি, দখলবাজি করার চেষ্টা করছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে, তারা দুষ্কৃতকারী। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের ঠেকাতে হবে। এই জায়গায় কোনো আপস করা যাবে না। সবার উদ্দেশে বলতে চাই, বিএনপি নেতাকর্মীর কাছে সবাই নিরাপদ, কেউ চাঁদা চাইলে বা অনিয়ম করলে সরাসরি দলের নেতাকর্মী ও আমাকে জানাবেন। প্রথমে দলীয়ভাবে না হলে আইনিভাবে হলেও ব্যবস্থা নেওয়া হবে।'