সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
নির্বাচন কমিশনের
পদত্যাগের গেজেট
প্রকাশ
ম যাযাদি রিপোর্ট
নির্বাচন কমিশনের পদত্যাগের গেজেট প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সইয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনারের পদত্যাগের পৃথক পৃথক গেজেট প্রকাশিত হয়েছে।
প্রতিটি গেজেটেই কমিশনারের নাম উলেস্নখ করে সেপ্টেম্বরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উলেস্নখ করা হয়।
পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিছুর রহমান।
এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে 'সৌজন্য বিনিময়' অনুষ্ঠান করে সদ্য পদত্যাগ করা সিইসি কাজী হাবিবুল আউয়াল এক লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
খিলগাঁওয়ে ট্রেনের
ধাক্কায় নারীর মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। শুক্রবার ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বায়েজিদ জানান, খিলগাঁও রেলগেটে রিকশায় পার হচ্ছিলেন। তখন একটি ট্রেন রিকশাটিতে ধাক্কা দিলে নারী পড়ে যান। এ সময় দেখতে পেয়ে দ্রম্নত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান বায়েজিদ।