সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ঢাকায় ছিনতাইকারীদের
ছুরিকাঘাতে কাঁচামাল
ব্যবসায়ী খুন
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাশেম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।
কদমতলী থানা-পুলিশ বলছে, নিহত হাশেম
কাঁচামালের ব্যবসা করতেন। তিনি ফরিদপুর সদর উপজেলার আকবর মলিস্নকের ছেলে। থাকতেন রাজধানীর পূর্ব জুরাইন এলাকায়।
এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার বলেন, রাত ৩টায় কদমতলী থানাধীন মেরাজনগর কাঁচা রাস্তায় হাসেমের মরদেহ পড়ে ছিল। আমরা মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে পাঠাই। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভ্যান নিয়ে মালামাল কিনতে যাওয়ার সময় হাশেম হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সচিবালয়ের সামনে
সংঘর্ষে আহত এক
ব্যক্তির মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম শাহীন হাওলাদার (৪৫)। বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল
কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
শাহীনের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে।
চাকরি জাতীয়করণ দাবিতে ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছিলেন।
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্ররাজনীতি
ম যাযাদি ডেস্ক
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ঘোষণা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয়প্রধান, পরিচালক, হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ), সহকারী প্রভোস্ট ও অফিসপ্রধানের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে
বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উলিস্নখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুয়ায়ী শাস্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।