দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে মৌসুমের শেষ সময়ে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে মাঝের তুলনায় ক্রেতা বেশি হওয়ায় কমেনি মাছের দাম, উল্টে আরও বেড়েছে। ক্রেতারা বলছেন, মাছের সরবরাহ অনুযায়ী দাম না কমা দুঃখজনক।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা ও মেঘনা থেকে ধরে আনা ইলিশ বিক্রি করতে ডাকাতিয়া নদীর পাড়ের মৎস্য আড়তে ভিড়ছে জেলেদের নৌকা। আড়তের সামনে বাড়ছে নানা আকারের ইলিশের স্তূপ। ব্যবসায়ী ও শ্রমিকদের হাঁকডাকে পুরোদমে সরগরম হয়ে উঠেছে ইলিশ ঘাট। পাইকারি ক্রেতার পাশাপাশি খুচরা ক্রেতাও ভিড় জমাচ্ছেন আড়তে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় মুখর থাকে ইলিশের এই ঘাট। মা ইলিশ রক্ষায় আগামী অক্টোবর মাসে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা ভিড় করছেন ইলিশ ঘাটে। এক মাস আগে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল দেড়শ' থেকে দুইশ' মণ। তখন বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৪শ' থেকে ১৫শ' টাকায়। এর এক মাস পর ইলিশের সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন ৩-৪শ' মণ। তবে এক কেজি ওজনের ইলিশ ১৫শ' থেকে ১৭শ' টাকায় বিক্রি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
পদ্মা-মেঘনার জেলে আলমগীর ছৈয়াল, সোলেমান মোতায়ের ও মুসা পাটোয়ারী বলেন, এখন ইলিশের ভরা মৌসুম যাচ্ছে। নদীতে কিছুটা ইলিশ কম পাওয়া গেলেও আড়তে দাম বেশি। আমাদের কাছ থেকে ইলিশ কিনে সেটি নিলামে দাম তুলে আরও বেশি বিক্রি হয়। এরপর কয়েক হাত রদবদল হয়। যার কারণে দাম বেড়ে যায়।
চাঁদপুর মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ফয়েস ঢালী ও নবীর হোসেন বলেন, মাছঘাটে কয়েকদিন ধরে প্রচুর ক্রেতা আসছে। এছাড়া আগের তুলনায় ইলিশ সরবরাহ বেড়েছে কিন্তু দাম কমেনি। দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাগ্বিতন্ডা হয়। মাছের তুলনায় ক্রেতা বেশি, যার কারণে দামও বেশি। বর্তমানে প্রতি কেজি ইলিশ ১৫শ' থেকে ১৬শ' টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের কম ইলিশ বিক্রি হচ্ছে ১১শ' থেকে ১২শ' টাকা। প্রতিদিন সরবরাহের ওপর ইলিশ দাম নির্ধারণ হয়ে থাকে। এখানে কোনো সিন্ডিকেট নেই। চাহিদার কারণে দাম একটু বেশি থাকে।
চাঁদপুর শহরের বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন, 'আমার স্বজনদের জন্য ঢাকায় পাঠাতে ৭৮ কেজি ইলিশ কিনেছি। স্থানীয় প্রতি কেজি ইলিশ এখনো ১৬শ' থেকে ১৭শ' টাকা। আরও বেশি ইলিশ কেনার ইচ্ছা থাকলেও বেশি দামের কারণে কিনতে পারিনি। এখানে আসি ইলিশ কমে কেনার জন্য। কিন্তু অদ্ভুত বিষয় এখানেই ব্যবসায়ীরা দাম বেশি রাখে। পুরো মাছঘাটে একই দাম। তার মানে এখানে দাম নিয়ন্ত্রণ হয় সিন্ডিকেটের মাধ্যমে।'
নরসিংদী থেকে ইলিশ কিনতে আসা এস এম শাহীন বলেন, 'ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর মাছঘাটে এসেছি কম দামে ইলিশ কিনতে। কিন্তু এখানে এসে দেখি ভিন্ন চিত্র। ইলিশের দাম অনেক বেশি। ১ কেজি ওজনের ইলিশ ১৭শ' টাকা চায়। কী কারণে ইলিশের দাম এত বেশি বুঝতে পারছি না। এখানে সিন্ডিকেট কাজ করে। মানুষ অসহায় তাদের কাছে। এত দাম চায় ইলিশ কিনে খাওয়ার ক্ষমতা সবার হবে না।'
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, 'চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ৫শ' থেকে ৭শ' মণ ইলিশ বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে এক হাজার মণ ইলিশও আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ কিনতে আসছেন ক্রেতারা। তবে ইলিশের সরবরাহের কোনো ঠিক নেই। হঠাৎ করেই সরবরাহ বাড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো পর্যটক ও ক্রেতা আসেন ইলিশ কিনতে। সরবরাহ কম, আবার চাহিদা বেশি থাকে, তাহলে দাম এমনিই বেড়ে যায়। আশা করছি সামনে সরবরাহ বাড়লে দামও কমবে।'