সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আজ থেকে সব
হাসপাতালে পূর্ণাঙ্গ
সেবা মিলবে
ম যাযাদি রিপোর্ট
দেশের সব হাসপাতালে আজ থেকে চিকিৎসা সেবা স্বাভাবিক সূচিতে চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ।
তিনি বলেন, আমাদের দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দোষীদের গ্রেপ্তার করেছে। তাই চিকিৎসকদের কর্মসূচি স্থাগিত করা হয়েছে। কাল (বুধবার) থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা।
এর আগে বলা হয়, মঙ্গলবার থেকে সীমিত পরিসরে দেশের সব হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা দেওয়া হবে। হাসপাতালের অন্যান্য সেবাও সীমিত পরিসরে চালু থাকবে। এছাড়া রোগীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না।
আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট) আবদুল আহাদ বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি সব হাসপাতালে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চলবে।
বদির ক্যাশিয়ার
উখিয়ার সালাউদ্দিন
গ্রেপ্তার
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মাদকের সম্রাট ব্যাপক সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার কক্সবাজারের উখিয়ার মাফিয়া ডনমাদক সালাউদ্দিন মেম্বারকে আটক করেছের্ যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
তাকে আটক করা হয়।
র্
যাবের ১৫-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র?্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
র?্যাব আরও জানান, কথিত রয়েছে ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসেবে কাজ
করতেন এই সালাউদ্দিন।
সালাউদ্দিন উপজেলার রাজা পালং গ্রামের জাফর আলম ড্রাইভারের ছেলে। তিনি রাজা পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সব অপকর্মের মূল হোতা হিসেবে দায়িত্ব পালন করতেন।
জানা গেছে, উখিয়া টেকনাফ আসনের ব্যাপক আলোচিত ও বিতর্কিত সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক এমপি আব্দুর রহমান বদির বিশ্বস্ত ছিলেন তিনি। বদির মাদক ব্যবসার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন মেম্বার সালাউদ্দিন। এর ফলে রাতারাতি অবৈধ টাকার ভারে কোটিপতি খাতায় নাম লেখান তিনি।
বদি গত ২০ আগস্ট চট্টগ্রামের মেহেদী
বাগ এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।