লিখিত অঙ্গীকার :আইনজীবী আশরাফের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতি ও আইনজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফের মামলা পরিচালনার ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আশরাফের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন আহসানুল করিম ও মোস্তাফিজুর রহমান খান। আইনজীবীরা বলেছেন, বিচারাধীন বিষয় সংশ্লিষ্ট বিচারপতি ও আইনজীবীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশি-বিদেশি গণমাধ্যমে বিরূপ কোনো লেখা প্রচার ও প্রকাশ না করার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছেন আশরাফ। তাই শর্তসাপেক্ষে আশরাফুল ইসলামের মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আপিল বিভাগ। ফেসবুক লাইভে এসে হাইকোর্টের একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গত ৯ জুন আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে তলব করে আপিল বিভাগ। ওইদিন আদালতে তার মামলা পরিচালনায় ২৯ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়।