মামলা থেকে অব্যাহতি পেলেন ইসলামি বক্তা আমির হামজা

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত বক্তা আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। তবে আল সাকিব নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধ বিশেষ ট্রাইবু্যনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত এই আদেশ দেন। অব্যাহতি পাওয়া অপর আসামি হলেন হারুন ইজহার, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, মো. আব্দুলস্নাহ ও আনোয়ার হোসেন। এদিন মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিরা আদালতে হাজিরা দেন। তাদের পক্ষে অ্যাডভোকেট আল মামুন রাসেলসহ বেশ কয়েকজন আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৬ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামিপক্ষের আরেক আইনজীবী আবুল হান্নান ভূঁইয়া হৃদয় এ তথ্য নিশ্চিত করেন। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামি আমির হামজাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টার অভিযোগে ২০২১ মে ৫ মে সাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সাকিবকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবী নামে দুজনকে আসামি করা হয়েছিল।