শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত এনএসইউ ক্যাম্পাস
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাস। প্রায় দেড় মাসের বিরতি দিয়ে জুলাই বিপস্নবের পর আবারও শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা। অনেকদিন পর সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে। এ সময় এনএসইউর শিক্ষক-কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বাগত জানায়, তাদের হাতে তুলে দেয় স্মারক উপহার।
এ বিষয়ে এনএসইউর আইন বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আফরিন বলেন, 'আজ ক্যাম্পাসে ঢুকতেই আমাদের স্বাগত জানানো হয়েছে। সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।'
প্রায় একই সুরে অনুভূতি ব্যক্ত করেন বিবিএর শিক্ষার্থী ইসরাতুল জান্নাত। তিনি বলেন, 'নতুন এক বাংলাদেশের নাগরিক হিসেবে ভালো লাগছে। আমি আশা করছি সবকিছুর পরিবর্তন হবে, সংস্কার হবে।'
শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয় এনএসইউ ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি