সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কাশিমপুর কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার ম যাযাদি ডেস্ক গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্সর্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)।র্ যাব-৩ এর একটি দল সোমবার রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করে। র্ যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সংবাদ মাধ্যমকে বলেন, 'গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডার। পরের্ যাবের গোয়েন্দা ইউনিট তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালিয়ে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।' প্রসঙ্গত, গত ৬ আগস্ট সকাল ৮টার দিকে বন্দিরা কারাভ্যন্তরে হঠাৎ দাঙ্গা শুরু করে এবং প্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলে। তারা বিদু্যতের খুঁটি উঠিয়ে মই বানিয়ে এবং প্রাচীরের ভাঙা অংশ দিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা হামলা চালায়। এরপর ২০৯ বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নুরুল করিম ম চট্টগ্রাম বু্যরো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। তিনি বর্তমান চেয়ারম্যান মো. ইউনুছের স্থলাভিষিক্ত হবেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী মো. নুরুল করিমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে গত ২৪ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছকে তিন বছরের জন্য সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। মাত্র চার মাস আট দিন দায়িত্ব পালন শেষে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সিডিএ'র নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামে। ঢাকার আদাবরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার ম যাযাদি ডেস্ক রাজধানীর আদাবর সনিরবিল এলাকার একটি বাসা থেকে ঝুমুর আক্তার (১৯) নামে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ঝুমুর আক্তারের বোন নাসরিন জানান, 'আমার বোন আদাবর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। রাতে বাসায় ফেরার পর মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে বাথরুমে গিয়ে বিষপান করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আমাদের গ্রামের বাড়ি লক্ষ্নীপুর জেলার রামগতি থানায়। বাবার নাম নাসির মিয়া। বর্তমানে আদাবরের সনিরবিল এলাকার একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকি।' ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, 'মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।'