অল্প বৃষ্টিতেই নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
সোমবার দুপুরের বৃষ্টিতে নিউমার্কেটের সামনের রাস্তায় হাঁটুসমান পানি জমে -সংগৃহীত
অল্প সময়ের বৃষ্টিতেই নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলোয় পানি জমতে দেখা গেছে। সোমবার দুপুর পৌনে ২টা থেকে শুরু হওয়া ঘণ্টাখানেকের বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। সরেজমিন দেখা যায়, নিউমার্কেট এলাকার আশপাশের প্রত্যেকটা সড়কে পানি জমে গেছে। নীলক্ষেত থেকে আজিমপুর বিডিআর ৩ নম্বর গেট যাওয়ার সড়কটিতে হাঁটুসমান পানি জমেছে। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই মার্কেট করতে এসেছেন নিউমার্কেট এলাকায়। কিন্তু সড়কে পানি জমার কারণে তারা যেতে পারছেন না। এমন অনেকেই পানির কারণে মার্কেটে ঢুকতেও পারছেন না। বাধ্য হয়ে হাঁটুসমান পানিতে ভিজে রাস্তা পার হয়েছেন অনেকে। নিউমার্কেট এলাকা ছাড়াও বৃষ্টিতে রাজধানীর গুলিস্তান, নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ, সায়েদাবাদ, শনিরআখড়া, পুরান ঢাকার সদরঘাট, সূত্রাপুর, বংশাল, নাজিমুদ্দিন রোড, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট নতুন রাস্তা, ধানমন্ডি, খামারবাড়ী থেকে ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, মোহাম্মদপুর ও বসিলার কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় ও এসব এলাকার মূল সড়কসহ বিভিন্ন সংযোগ সড়ক এবং অলিগলিতে পানি জমতে দেখা গেছে। নীলক্ষেতে বই কিনতে আসা মোর্শেদ আলম বলেন, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অপরিকল্পিত নগরব্যবস্থার কারণে প্রতি বর্ষার সিজনেই নগরবাসীকে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে সারাবছর কিছু সড়ক কাটা থাকে। বছরের পর বছর রাজধানীবাসীকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ থেকে বের হওয়ার জন্য কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনা দরকার। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই। এদিকে সকালেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, সোমবার দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে, যা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি রোববার (১ সেপ্টেম্বর) দক্ষিণ উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। যার ফলে সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়-বৃষ্টির কারণে আগামী কয়েক দিন সারাদেশেই তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।