মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

গণহত্যার বিশ্বাসযোগ্য তদন্তের আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার

অন্তর্র্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা এবং এতে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা হবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে অনুষ্ঠিত ওআইসির ৫০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কাউন্সিলে (সিএফএম) তিনি এ কথা বলেন।

২৯-৩০ আগস্ট ইয়াউন্দে অনুষ্ঠিত সিএফএমে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক গুম হওয়া সব ঘটনা ও ব্যক্তির সুরক্ষাসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে বাংলাদেশের যোগদানের বিষয়ে বৈঠককে অবহিত করেন তৌহিদ হোসেন।

তিনি ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততা ও ফিলিস্তিনের জন্য শান্তি প্রতিষ্ঠা, ইসলামফোবিয়া, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা-অপরাধের মতো ঘটনাগুলোর নিন্দা জানানোর কথাও উলেস্নখ করেন।

সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে : রিজওয়ানা

ম যাযাদি রিপোর্ট

এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে কেউ কেউ; তার অংশ হিসেবে সাংবাদিকদের নামে হত্যা মামলা হতে পারে। তবে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করছে সরকার। পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলেছেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা বলেন, আদালতে গিয়ে আসামিরা হেনস্তার শিকার হচ্ছেন এটা কখনই কাম্য নয়। অন্তর্র্বর্তী সরকার তা সমর্থন করে না। তবে সবকিছু সবসময় সরকারের হাতে থাকে না।

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটাও বিবেচনা করা হবে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পুলিশ গড়তে চাই।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মিরপুরে মানববন্ধন

ম যাযাদি ডেস্ক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মিছিল ও মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশীরা। রোববার বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধন শুরু হয়।

এ সময় শিক্ষার্থীরা 'আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন;' '৩২-৩৩ বুঝি না, ৩৫ ছাড়া মানবো না;' 'বয়স না মেধা, মেধা মেধা শ্লোগান' দিতে দেখা যায়। এ সময় মাইকে বলা হয়, প্রত্যেকটা দাবি মানা হচ্ছে, আমাদেরটাও মানা হবে।

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আগামী শনিবার ৭ সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে চাকরিপ্রত্যাশী রতন বলেন, সব কিছুর সংস্কার হচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী করতে হবে। এই আন্দোলন ১২ বছর ধরে চলছে। আমাদের বেশ কয়েকজনকে জেল খাটতে হয়েছে।

মমিনুল বলেন, 'যারা বয়স ৩৫ চেয়েছে, তারা কি চাকরি চেয়েছে। সমন্বয়কদের বলতে চাই, আমরা সবসময় আপনাদের সঙ্গে ছিলাম। স্বৈরাচারী সরকার গেল আমরা আমাদের দাবি পাইনি। এটা আজকের দাবি না, এটা ১২ বছর আগের আন্দোলন। ৩৫ এর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে