সাতকানিয়ায় মানববন্ধনে হামলা-গুলি, আহত ৬
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে গুলি বর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কেরানিহাট হক টাওয়ার চত্বরে শিক্ষার্থীরা মিছিল করলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা ও গুলি
চালায়। এতে ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. তসলিম (৫০) বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনকে ৯ নম্বর আসামি করা হয়।
রিমন চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি প্রত্যাহারের দাবিতে রোববার মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধনটি শুরু হওয়ার কিছুক্ষণ পর একদল সশস্ত্র যুবক লাঠিসোটা ও অস্ত্র নিয়ে হামলা চালায় এবং মানববন্ধন লক্ষ্য করে গুলি চালান। এতে ১ জন গুলিবিদ্ধসহ অনেকে আহত হন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, 'মানববন্ধনে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তারা উপজেলা ও থানা প্রশাসনের কোনোরূপ অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করেছিল।'
মানববন্ধনে গোলাগুলি ও হামলার বিষয়ে তিনি বলেন, 'এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'