মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বরিশাল মেরিন একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত

বরিশাল অফিস
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বরিশাল মেরিন একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালে '৪র্থ শিল্প বিপস্নবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেরিটাইম সেক্টরে দক্ষতা বিকাশ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় একাডেমির অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, (ই), বিএসপি, এনইউপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান, বিএন। প্রধান বক্তা ছিলেন, শিপিংয়ের প্রধান প্রকৌশলী মো. আবুল বাশার। প্যানেল বক্তা হিসেবে ছিলেন, আকিজ শিপিংয়ের এজিএম ক্যাপ্টেন এসকে শরিফুল বাশার, বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের নটিক্যাল ইন্সট্রাক্টর ক্যাপ্টেন সুজয় কুমার আচার্য্য ও ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর খন্দকার মেহেদি হাসান।

সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে ক্রমবর্ধমান মেরিন প্রফেশনালদের চাহিদা, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও ৪র্থ শিল্প বিপস্নবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেরিটাইম সেক্টরে বাংলাদেশ মেরিটাইম সেক্টরকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এ প্রশিক্ষণরত ক্যাডেটদের উত্তরোত্তর জ্ঞান অর্জনের লক্ষ্যে একাডেমি প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে