শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে

  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ২৮ আগস্ট সেনাবাহিনী সম্ভাব্য সব পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। দ্রম্নততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রম্নপ ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, মধুগ্রাম ও সেনবাগ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

উলেস্নখ্য, হেলিকপ্টারের মাধ্যমে ছয়জন মুমূর্ষু রোগীকে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর ও ১৬ জনকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৯২২৮ কেজি ত্রাণ, ৬৫০ লিটার বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে