ইমেজ সংকট ফিরিয়ে
আনতে দুদককে অনুরোধ
সারজিস-হাসনাতের
ম যাযাদি ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যে ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেনও তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। তাদের ওপর জনগণের আস্থা ফিরে আসুক।
বৃহস্পতিবার দুপুরে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দিন আব্দুলস্নাহসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, 'আমরা কমিশনের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করেছি।'
এ সময় আরেক হাসনাত আব্দুলস্নাহ বলেন, 'সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে। এটা যাতে কেউ করতে না পারে, সে বিষয়টি আমরা দুদকে জানাতে এসেছি।'
তিনি আরও বলেন, অনেকের নামে দুদকে মামলা হচ্ছে এসবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে।
ঢামেকে স্বাস্থ্যসেবার
মান্নোনয়নে ১০০
দিনের কর্মসূচি
ম যাযাদি ডেস্ক
অন্তর্র্বর্তী সরকারের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি
ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের প্রশাসনিক বস্নকের সভাকক্ষে সাংবাদিকদের সামনে এ কর্মসূচি তুলে ধরেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ওই কর্মসূচির মধ্যে কয়েকটি উলেস্নখ করা হলো: বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন এবং বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। রোগীদের কেবিন সংস্কার, আইসিইউর শয্যার সংখ্যা বাড়ানো, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি হার বাড়ানো ও যথা সময় উপস্থিত নিশ্চিত করাসহ অন্য আরও উলেস্নখযোগ্য।
লালবাগে মিলল ইডেন
কলেজ শিক্ষার্থীর
ঝুলন্ত মরদেহ
ম যাযাদি ডেস্ক
রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। বাবার নাম আলআমিন শিকদার
এবং মা লাকি বেগম।
শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উলেস্নখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে
খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।