ধামরাই ও কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

ধামরাই (ঢাকা) ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকার ধামরাই ও গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে পৃথকভাবে বিক্ষোভ-সমাবেশ করেছেন দুটি ওষুধ কোম্পানির শ্রমিকরা। বুধবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটায় দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার ভেতরে এবং কালিয়াকৈরের সফিপুর এলাকায় ইবনেসিনা ফার্মাসিটিউক্যাল কোম্পানির শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধিসহ একুশ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বর্তমান বাজারে সব কিছুরই দাম অনেক বেশি। এ ছাড়া ঘর ভাড়া দিয়েও থাকতে হচ্ছে অনেক শ্রমিকদের। তাই ৬ থেকে ১০ হাজার টাকা বেতন দিয়ে পরিবার নিয়ে চলা অনেক কষ্ট হচ্ছে। তাই বেতন বৃদ্ধির দাবি করছি। তারা প্রশ্ন করেন, একজন গামের্ন্টস শ্রমিকের নূ্যনতম বেতন যেখানে ১৩ হাজার টাকা। তাহলেও তারা কেন পাবেন ৬ থেকে ১০ হাজার টাকা? বেতন বৃদ্ধি না করলে তারা কর্মবিরতি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন। কয়েকজন শ্রমিক জানান, এ কারখানায় টানা নয় বছর চাকরি করার পরও চাকরি স্থায়ী হয়নি। তাই দ্রম্নত দাবি মেনে নিতে হবে। না হলে তারা কাজে যোগ দেবেন না। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বুধবার সকালে গাজীপুরের সফিপুর এলাকায় ইবনেসিনা ফার্মাসিটিউক্যাল কোম্পানির শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, চাকরিচু্যত শ্রমিকদের পুনর্বহালসহ একুশ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, এই কারখানার অস্থায়ী শ্রমিকদের তিনমাস ও পুরনো শ্রমিকদের ১৫ দিনের মধ্যে চাকরি স্থায়ী করা, স্থায়ী কর্মচারীদের তিনবছর পর পর অটো প্রমোশন, স্থায়ী নতুন শ্রমিকদের নূ্যনতম ২৪ হাজার ৫শ' টাকা বেতন নির্ধারণ, হাজিরা বোনাস ১ হাজার টাকা নির্ধারণ, চাকরিচু্যত তিন কর্মচারীকে পুনর্বহালসহ ২১ দফা দাবিতে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভ চলাকালে চন্দ্রা-গাজীপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকরা বলেন, কর্তৃপক্ষ তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।