৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিল নির্বাচন কমিশন
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিল নির্বাচন কমিশন। পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের মধ্যে ইসি সচিবালয় এবং মাঠপর্যায়ে কর্মরতরাও রয়েছেন। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তরা স্ব স্ব দপ্তরেই নিযুক্ত থাকবেন।
এই কর্মকর্তাদের অনেকে ২০০৫ সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। ১৯ বছর পর তারা ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন। তাদের একজনকে পদোন্নতি দিয়ে পঞ্চম গ্রেডে উপসচিবও করা হয়েছে।