সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি
খায়রুল হকের
বিরুদ্ধে মামলা
ম যাযাদি ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এই মামলা করেন।
মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক ও বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টির অপরাধের অভিযোগে মামলাটি করা হয়েছে। সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি দন্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় দায়ের করা হয়েছে।
ঢাবির কার্যক্রম
এক সপ্তাহের মধ্যে
পূর্ণমাত্রায় চালুর
আশা উপাচার্যের
ম যাযাদি রিপোর্ট
আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পূর্ণ মাত্রায় চালু করার আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, 'আমরা এই মুহূর্তে একশ ভাগ নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। যতটুকু পারি শুরু করব।'
বুধবার দুপুরে উপাচার্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, 'আমার টিম এক সপ্তাহের মধ্যে পূর্ণ মাত্রায় কাজ শুরু করতে পারবে বলে আশা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ক্রমাগত অংশীজনদের সঙ্গে কথা বলে যাচ্ছি। সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে চালু করার চেষ্টা করছি। অর্থাৎ আবাসিক হল থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম চালু করা আমাদের প্রথম লক্ষ্য।'
তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় অচলাবস্থা আছে। আমি সব মহলে কথা বলার চেষ্টা করছি। এটি সর্বজনীন বিশ্ববিদ্যালয়। এটি আমি খুব আন্তরিকভাবে মনে করি। আমার টিম এখনো পুরোপুরি কার্যভার নেননি। তাদের সহযোগিতার জন্য আমি অপেক্ষা করছি।'
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃতু্য
ম যাযাদি ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া আরও একজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মো. শোহান শাহ (২৭) মারা যান।
শোহানের বাবা শাহ সেকেন্দার বলেন, রাজধানীর রামপুরার একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন তার ছেলে। শোহান বিএনপির কর্মী ছিলেন।
এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলি, সংঘর্ষ ও নানা ধরনের সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে ৭৫৯ জনের মৃতু্য হলো। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। গত ১৯ জুলাই বিকালে রামপুরায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন শোহান। পিঠে গুলি লাগে তার। পরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে গত শুক্রবার তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানেই মারা গেলেন শোহান।
শোহানের মরদেহ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ।