শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সিলেট বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণসহ একজন আটক

সিলেট অফিস
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
সিলেট বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণসহ একজন আটক

সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তলস্নাশি করে প্রায় ১৬ কেজি স্বর্ণ উদ্ধারসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকালে দুবাই থেকে সিলেটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর লাগেজে তলস্নাশি চালিয়ে তিনটি জুসার ও বেস্নন্ডারের ভেতর লুকিয়ে রাখা এই স্বর্ণ উদ্ধার করা হয়।

সিলেট কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট কার্যালয়ের সহকারী পরিচালক (সিলেট বিমানবন্দর) সাজেদুল করিম বলেন, 'আটক যাত্রীর নাম হোসাইন আহমদ। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের বাসিন্দা। তিনটি জুসার ও বেস্নন্ডারের ভেতর ১০৫টি স্বর্ণের বার এবং গলিয়ে গোল সিলিন্ডারের আকৃতি দেওয়া চারটি স্বর্ণখন্ড বহন করছিলেন তিনি। সব মিলিয়ে এই স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি।'

সাজেদুল করিম বলেন, 'উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আটক ব্যক্তিকেও পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে