শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গাজীপুরের তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
গাজীপুরের তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ৩ কারখানার শত শত শ্রমিক। বুধবার সকাল ৯টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় এই শ্রমিক বিক্ষোভ শুরু হয়।

জানা যায়, সকাল ৯টার দিকে গাছা থানা এলাকায় হাজীর পুকুর এলাকায় ফুল ইভার বিডি লিমিটেড নামে কারখানার প্রায় ৫শ' শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে বন্ধ থাকায় রাজধানীর উত্তরা আব্দুলস্নাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুপুর ১টায় সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই কারখানার শ্রমিক মো. আব্দুল গণি মিয়া জানান, গত দুই মাস যাবৎ আমাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। গত কয়েক দিন যাবৎ একাধিকবার বেতনের কথা বলা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সকাল থেকে মহাসড়কে নামতে বাধ্য হয়েছি।

এদিকে, টঙ্গীতে নুভিস্তা ফার্মা লিমিটেড নামক ওষুধ উৎপাদনকারী কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এর আগে গত সোমবার বিকালে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানান শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ বুধবার শ্রমিকদের ন্যায্য দাবি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা করেন।

কিন্তু এদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রায় ২৫০ শ্রমিক কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে ফের অবস্থান নিয়ে স্স্নোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, 'আজ আমাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা ছিল। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পাই। কারখানার নিরাপত্তাকর্মী জানান, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কারখানার কর্মকর্তারা কেউই কাজে যোগ দেননি। এটি আমাদের সঙ্গে প্রতারণা। কর্তৃপক্ষ না আসা পর্যন্ত আমরা বিক্ষোভ করব।'

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, 'শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কারখানার কোনো কর্মকর্তা কাজে যোগ দেননি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিকালে অধিকাংশ কারখানায় বেতন ভাতা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে