বন্যার কারণে বন্ধ থাকার পর ফের চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে লেনের সংস্কারের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে সুবর্ণ এক্সপ্রেস, উদয়ন, চট্টলা, মহানগর, মেঘনা, কক্সবাজার ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। রেল কর্তৃপক্ষ একটি লাইন দ্রম্নত মেরামত শেষে গত সোমবার রাত থেকে ট্রেন চালানো শুরু করে। কিন্তু পুরোদমে স্বাভাবিক গতিতে ট্রেন চলতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে নিয়মিত ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-ভূঞাপুর, চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-চাঁদপুর রুটে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে।
মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার স্পেশাল ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। সকাল ৮টায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। সকাল ১০টায় ছেড়ে গেছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি। বিকাল ৩টায় মহানগর গোধূলি ঢাকা উদ্দেশে ছেড়ে যায়। বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নাজিরহাট লোকাল ট্রেনটি ছেড়ে যায়। রাত ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এরপর ১১টা ৩০ মিনিটে তূর্ণা নিশিতা ও ১১টা ৪৫ মিনিটে ঢাকাগামী মেইল ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এছাড়াও চট্টগ্রাম স্টেশন থেকে দুপুর ১২টার দিকে হাটহাজারী ও দোহাজারীর উদ্দেশে দুটি মালবাহী ট্রেন ছেড়ে গেছে। একইভাবে বিকালে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে জ্বালানি তেল এবং চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার ট্রেনও চলাচল শুরু হয়।