ঢাবির উপাচার্য হলেন
অধ্যাপক ড. নিয়াজ
আহমেদ খান
প্রজ্ঞাপন জারি
ম যাযাদি রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আর্টিকেল ১১(২) অনুযায়ী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে বিশ্ববিদ্যালয়ের সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উলেস্নখ করা হয়।
এ ছাড়া আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের
৬ হল প্রভোস্টের পদত্যাগ
ম ইবি প্রতিনিধি
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তবে লালন শাহ হল এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট পদত্যাগ করেননি। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী প্রভোস্টরা হলেন- সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক- ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হল ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হল ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হল ড. ইয়াসমিন আরা সাথী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ড. শিপন মিয়া।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, 'লালন শাহ হল আর জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছাড়া অন্য সবাই পদত্যাগ করেছে শুনেছি। প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছি।'
রাজধানীতে ঘরের চাল
লাগানোর সময়
শ্রমিকের মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় টিনের চাল লাগানোর সময় উপর থেকে নিচে পড়ে মো. সৌরভ (২০) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট গ্রামে। তিনি থাকতেন ডেমরার বাঁশেরপুর এলাকায়।
নিহতের সহকর্মী সাইফুল জানান, ডেমরার বাশেরপুল এলাকায় একটি বাসায় টিনের চাল লাগানোর সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায় সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।