সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কাল থেকে চলবে পারাবত এক্সপ্রেস ম যাযাদি ডেস্ক সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার জেরে ১৫ আগস্ট বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। আগামীকাল বুধবার থেকে ট্রেনটি চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান। সোমবার তিনি জানান, বুধবার থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি যথারীতি চলাচল করবে। যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ১৩ কোচের রেক কম্পোজিশনের সঙ্গে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্স্নিপার কার (ডবিস্নউজেসি) যুক্ত করে ১৫ কোচের রেক দিয়ে বুধবার (২৮ আগস্ট) থেকে পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করবে। এর আগে গত ১১ আগস্ট রেলওয়ে জানিয়েছিল, আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের হামলায় পারাবত এক্সপ্রেসের (৭০৯/৭১০) ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গস্নাস ভেঙে যায়। এগুলো মেরামত সময়সাপেক্ষ হওয়ায় ট্রেনটি আপাতত বন্ধ থাকবে। পারাবত এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে সিলেট স্টেশনে পৌঁছায় দুপুর ১টায়। আবার সিলেট থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৪৫ মিনিটে। বস্নগার রাজীব হত্যায় দন্ডিত মুফতি জসীম জামিনে মুক্ত ম যাযাদি ডেস্ক বস্নগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুলস্নাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সোয়া ১১টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানান ডেপুটি জেলার রেজাউল করীম। তিনি বলেন, 'জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।' ২০১৩ সালের ১৫ ফেব্রম্নয়ারি রাতে রাজধানীর পলস্নবী থানার পলাশনগরে নিজ বাড়ির সামনে স্থপতি আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাজীবের বাবা পলস্নবী থানায় মামলা করেন। রাহমানীকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়। বস্নগার রাজীব হায়দার হত্যা মামলায় তাকে পাঁচ বছরের কারাদন্ড দেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ মোট চারটি মামলা হয়। কারাগার সূত্রে জানা যায়, রাহমানীর বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রম্নয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গতকাল আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। অন্য মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।