শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৫ দিন পর আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
৫ দিন পর আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু

বন্যার কারণে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার ৫ দিন বন্ধ থাকার পর রোববার দুপুর থেকে পুনরায় শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অতিবৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে ইমিগ্রেশন অফিসসহ আখাউড়া উপজেলায় বন্যা দেখা দেয়। আখাউড়া থেকে চেকপোস্ট সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ইমিগ্রেশন কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। প্রায় ৪০টি গ্রামের সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে যায়। রোববার দুপুর থেকে বন্যার পানি নেমে গেছে।

এদিকে, ৫ দিন পর আখাউড়া স্থলবন্দরে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রমও শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খাইরুল আলম বলেন, ২০ আগস্ট দিবাগত রাতে প্রবল বৃষ্টি হয়। পাশাপাশি ভারত থেকে আসা ঢলের পানিতে ইমিগ্রেশন ভবন তলিয়ে যায়। ২১ আগস্ট সকাল থেকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৫ দিন পর আজ সোয়া ১২টা থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে। পানি চলে যাওয়ার পর সার্ভার, কম্পিউটার লাইন পরীক্ষা-নিরীক্ষা করে সচল করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে