চট্টগ্রামে বন্যায় ক্ষতি ১ লাখ ৫৩ হাজার হেক্টর জমির ফসল
প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরইসঙ্গে স্পষ্ট হয়ে উঠছে এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ। বন্যায় চট্টগ্রাম কৃষি অঞ্চলে ১ লাখ ৫৩ হাজার ১০৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। চট্টগ্রাম জেলার মীরসরাই, ফটিকছড়ি, সীতাকুন্ড, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় ফসলের বেশি ক্ষতি হয়েছে। এই সাত উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে ১ হাজার ৯২২ হেক্টর সবজি। এছাড়া বন্যার পানিতে ২৭৭ কোটি টাকার মাছ ভেসে গেছে।
চট্টগ্রাম কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রাম জেলায় এবার ১ লাখ ২ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরমধ্যে বন্যায় তলিয়ে গেছে ৪৩ হাজার ৫শ' হেক্টর জমির ফসল; আমনের ১ লাখ ৫৫৫ হেক্টর বীজতলা। এছাড়া জেলায় ৩৩ হাজার ১ হেক্টর আউশের মধ্যে ৮ হাজার ৩৮৩ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া সবজি ১ হাজার ৯২২ হেক্টর এবং আদা, হলুদ, আখ ও পানের ক্ষতি হয়েছে।
২০২৩ সালেও অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম মহানগরী ও জেলার ৫০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৩ সালে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ, ডবলমুরিং ও পতেঙ্গা এলাকার ৫ হেক্টর জমিতে আউশ ধান, ২০ হেক্টর জমিতে লাগানো আমনের চারা ও ১৪০ হেক্টর জমিতে লাগানো সবজির খেত নষ্ট হয়েছে। এছাড়াও ১৫ উপজেলায় ৩২ হাজার ৭১৯ হেক্টর জমিতে আউশ ধানের বীজতলা, ৬ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়।
চট্টগ্রাম জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, সীতাকুন্ডসহ বিভিন্ন উপজেলার মৎস্য চাষের পুকুর, দিঘি ও মৎস্য হ্যাচারির মাছ ভেসে গেছে। এর মধ্যে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরসরাই উপজেলায়। এ উপজেলার ৬ হাজার একর আয়তনের মুহূরী মৎস্য প্রজেক্টের সবগুলো মাছ পানিতে ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬০০ কোটি টাকার মাছ। ফটিকছড়ি উপজেলায় ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি ১০ লাখ টাকা। হাটহাজারী উপজেলায় বানের পানিতে ভেসে গেছে ১২ কোটি টাকার মাছ। রাউজান উপজেলায় মৎস্য বিভাগের তাৎক্ষণিক হিসেবে ক্ষতি নিরূপণ করা হয়েছে প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা।
চট্টগ্রাম কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যায় ৭টি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে জেলার মীরসরাই, সীতাকুন্ড, ফটিকছড়ি, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে আমন-আউশ ও সবজি ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে। এসব উপজেলায় দেড় লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, বন্যায় ভেসে গেছে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, সীতাকুন্ডসহ বিভিন্ন উপজেলার মৎস্য চাষের পুকুর, দিঘি, মৎস্য হ্যাচারির মাছ। এতে মৎস্য বিভাগের তাৎক্ষণিক হিসেবে ক্ষতি হয়েছে প্রায় ২৭৭ কোটি টাকা।