রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগবে, ততদিন অন্তর্র্বর্তী সরকারকে জামায়াতের সমর্থন থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি রোববার বিকালে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। সংগঠনটির যশোর শহর সাংগঠনিক জেলার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চায় একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন হোক। এজন্য নতুন এ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। সংবিধান সংশোধনসহ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে, ততদিন সময় দিতে চাই।
নির্বাচন প্রসঙ্গ নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, এমন কোনো নির্বাচন আমরা চাই না যে ভোটের দিন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারব না। ভোটের দিন ভোট দিতে গেলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে ভোট দেওয়া হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে গেছে, দিনের ভোট রাতের হয়ে যাবে। এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেওয়া হবে না।