৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
ছেচলিস্নশতম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা 'অনিবার্য কারণে' স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ
কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
আগামী বুধবার থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
চলতি বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন, যারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারী প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।
কারাগারে হত্যা মামলার আসামির মৃতু্য!
ম মাসুম পারভেজ, কেরানীগঞ্জ (ঢাকা)
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে আলোচিত কমিশনার টিপু হত্যা মামলার হাজতির মৃতু্য হয়েছে। রোববার ভোরে আবুল হোসেন মো. আরফান উলস্নাহ দামাল (৫০) নামে ওই আসামি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। মারা যাওয়া আসামি আরফান উলস্নাহ দামাল রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরে ২০২২ সালে টিপু হত্যা মামলার আসামি ও আলী ইমামের ছেলে বলে জানা যায়।
জেলার নাশির আহমেদ জানান, ২০২২ সালের ২৪ মার্চ, রাতে কমলাপুর রেলগেটের কাছে আক্রান্ত হয় টিপুর গাড়ি। মোটর সাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করে। সে সময় গাড়ির পাশে রিকশার আরোহী কলেজছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দামাল মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। সে ২০২২ সালের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন।
তিনি আরও বলেন, ২৩ আগস্ট হঠাৎ তার বুকব্যথা হলে কারাগার থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে একই দিন তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হলে ২৪ আগস্ট, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়েছে।
সব সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের কমিটি বাতিল
ম যাযাদি ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন করতে বলা হয়েছে। গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১৯ সালে ৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ-৫-এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো। এ অবস্থায় ওই নীতিমালার অনুচ্ছেদ-২-এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।