বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ ৫৫ লাখ ৮০ হাজার ২৭০ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছে বাংলাদেশ কারা বিভাগ। এ ছাড়া বিভিন্ন জেলার কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরা বন্যায় আক্রান্ত হলেও থেমে থাকেনি তাদের মানবিক সেবা কার্যক্রম। বন্যা আক্রান্ত কারাগারের কর্মকর্তারা যার যার অবস্থান থেকে বন্যাদুর্গত কারাবন্দিদের এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছেন। এ ছাড়া কারা বিভাগের অনুকরণীয় উদ্যোগের কারণে বন্যার্তদের সহায়তায় স্বেচ্ছায় এগিয়ে এসেছে অনেক কারা সদস্য।
স্মরণকালের বন্যায় আক্রান্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলা। আকস্মিক ভয়াবহ বন্যার ছোবল থেকে বাদ যায়নি জেলার অনেক কারাগার। সেই সঙ্গে মসজিদ, মন্দির ডুবে গেছে। বিশেষ করে ফেনী জেলার ভয়াবহ বন্যায় উপদ্রম্নত হয়েছে ফেনী জেলা কারাগারের সব বন্দি এবং কারা কর্মচারীরা। এর আগে, জরুরিভিত্তিতে ফেনী কারাগারের বন্যার্ত চার শতাধিক কারাবন্দির জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি হেলিকপ্টারে করে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় জল পাঠানো হয়।
প্রায় ১১ সহস্রাধিক কারা কর্মকর্তা-কর্মচারী তাদের এক দিনের সমপরিমাণ বেতন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার উদ্যোগ প্রশংসার দাবিদার। নিঃসন্দেহে এই মহতি ও অনুকরণীয় উদ্যোগে সরকারের অন্যান্য বিভাগ, দপ্তর-পরিদপ্তরেরও অবদান রয়েছে।
এর আগে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও নৌবাহিনীর সদস্যরা।
ু