বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তারা। শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা সমিতির স্ব-স্ব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এলাকার বেশ কয়েকটি জেলা সহসা প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অগণিত মানুষ খাদ্য, বস্ত্র ও ওষুধের অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন। এমতাবস্থায় ইবি শিক্ষক সমিতির সদস্যদের এক দিনের বেতন কর্তন করে সমুদয় টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমাদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'
এদিকে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট বলেন, 'ইবি কর্মকর্তা সমিতি তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যায় দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করবেন।'