ভারতের সঙ্গে হাসিনা সরকারের গোপন চুক্তি বাতিল করতে হবে :রিজভী

প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৫ বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে। শনিবার সকালে কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, 'ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন- একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে, কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে, এই দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে। সেই শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণকে সমর্থন করে না। প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে তিনি আরও বলেন, 'পার্শ্ববর্তী দেশ ভারত তারা কি জানেন না গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কি পরিমাণ অত্যাচার করেছে। তারা কি জানেন না ২০১৪, ২০১৮, ২০২৪ এর ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করেছে তারপরও এত দরদ কেন শেখ হাসিনার প্রতি? আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'এখন তারা আফসোস করছেন খুবই আফসোস করছেন আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস লীগ। এদেশের মানুষের সহায়সম্পদ লুট করার তাদের যে প্রবণতা ওইটা যুবলীগ-ছাত্রলীগ এখন করতে পারছে না, তাই তারা আফসোস করছে। রিজভী বলেন, 'বিএনপি ভদ্রলোকদের দল। বিএনপি জনগণের দল। বিএনপি দেশের খেটেখাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি গুন্ডা-পান্ডাদের দল না, বিএনপি সন্ত্রাসীদের দল না। বিএনপি বিগত ১৫ বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে। বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে গেছে। আকরাম হোসেনের বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, মেহেবুব মাসুম শান্ত, জাকির হোসেন, তালুকদার রুমীসহ স্থানীয় নেতাকর্মী। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের পরিবারের মধ্যে অনুদান তুলে দেন।