বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
কোটা আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃতু্য

কোটা সংস্কার ও পরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ আরও একজন শ্রমিক মারা গেছেন। তার নাম মোহাম্মদ হাসান (৩০)।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে এ নিয়ে কমপক্ষে ৭৫৮ জনের মৃতু্য হলো।

নিহত হাসানের বাবা রিকশাচালক কবির হোসেন বলেন, তার ছেলে যাত্রাবাড়ির কাঁচামালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৫ আগস্ট বিকালে যাত্রাবাড়ী মোড়ে সংঘর্ষ চলাকালে তিনি গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসানের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার রাইসাত গ্রামে। তিনি স্ত্রী আর দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য হাসানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে