আমরা শান্তিপূর্ণভাবে দুই প্রতিবেশী দেশ একসঙ্গে বসবাস করতে চাই
জামায়াতের আমির
প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, কুলাউড়া (মৌলভীবাজার) ও হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি উজানের কোনো দেশ আকস্মিক পানি ছেড়ে দেয় ও ভাটির দেশকে না জানায় তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা তাদের শাস্তি চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে দুই প্রতিবেশী দেশ একসঙ্গে বাস করতে চাই। আশা করি ভবিষ্যতে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন।
শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান এবং হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১৫ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে দুর্বিষহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল। প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন-ফখরুদ্দিন সরকার। তার পরের ১৫ বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকান্ড
করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। তাদের হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ট জাতি বয়ে বেড়াচ্ছে।
দলের ওপর দমন-পীড়নের বর্ণনা দিয়ে জামায়াতের আমির বলেন, 'এরপরের আঘাতটাই আসে জামায়াতে ইসলামীর ওপর। ঠিক যেভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছিল, তেমনি বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। হাজার হাজার মামলায় লাখ লাখ কর্মীকে জেলে নেওয়া হয়েছে। দোকানপাট লুট করা হয়েছে। বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। চাকরি থেকে আমাদের লোকদের বরখাস্ত করা হয়েছে।'
রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাউল হাসানের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমির আবদুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি জেনারেল ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি জেনারেল আলা উদ্দিন শাহ প্রমুখ।
শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা ওই রকম কোনো সময় দেওয়ার পক্ষে না। তাদের এতটুকু সময় দেওয়া উচিত, যতটুকু সময়ের ভিতরে রাষ্ট্র একটি শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য একটি অনুকূল ও সমতল পরিবেশ সৃষ্টি হবে। এই সময় না দিলে নির্বাচন হলে, এই নির্বাচন জাতির জন্য কল্যাণকর হবে না।'
তিনি বলেন, 'এতে বছরের পর বছর সময় লাগার কথা না। আমাদেরও মেনে নেওয়ার প্রয়োজন হবে না এবং তারাও এমন করবেন বলে আমাদের মনে হয় না। তারা খুব দায়িত্বশীল ব্যক্তি। তাদেরকে জাতি দায়িত্ব দিয়েছে, তারা কেউ জোর করে নেননি।'
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন তিনি।