দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষকে সহায়তায় এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ সব সময়ই মানবিক রাষ্ট্র। চলমান বন্যাদুর্গত এলাকায় ছাত্র-জনতার ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান ইতোমধ্যেই সেটি প্রমাণ করেছে। উপাচার্য বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বসে থাকার সময় নেই। দল-মত-নির্বিশেষে সবাইকে জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে থাকা মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। কারণ, কারো একার পক্ষে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, সভায় সম্মিলিতভাবে এক দিনের মূল বেতনের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যাদুর্গত এলাকায় গিয়ে বিতরণ করবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, যেকোনো ধর্মেই এটি উত্তম কাজগুলোর একটি। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে পরিস্থিতির শিকার হাজার হাজার মানুষের পাশে দাঁড়ানো। সংবাদ বিজ্ঞপ্তি