বেসরকারি স্কুলে
নিয়োগ পাচ্ছেন
১৯,৫৮৬ শিক্ষক
ম যাযাদি রিপোর্ট
বেসরকারি স্কুলে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে থেকে ১৯ হাজার ৫৮৬ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় তাদের নিয়োগে সুপারিশ করেছে।
প্রার্থীদের এনটিআরসিএ ওয়েবসাইট (িি.িহঃৎপধ.মড়া.নফ) থেকে সুপারিশপত্র ডাউনলোড করে নির্দিষ্ট প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।
গত ১১ জুন ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করেছিল এনটিআরসিএ।
এর মধ্যে ১৯ হাজার ৫৯৮ জন চাকরি পেতে সনদ জমা দিয়েছিলেন; যাদের মধ্যে ১২ জনের নিবন্ধন সনদ ভুয়া হিসেবে চিহ্নিত হয়।
বুধবার এনটিআরসিএ জানিয়েছে, বাকি ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত হলে তার সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ডিএমপির ১৩
থানায় নতুন
ওসি
ম যাযাদি ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি থেকে পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
অফিস আদেশে জানানো হয়, নতুন ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পলস্নবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোলস্না মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায় ও মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেকটি আদেশে মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ঢাকার বিভিন্ন থানার ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ঢাকার ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ওসিকেই বদলি করা হয়েছে।