শেখ হাসিনার নামে আরও ৩ হত্যা মামলা

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে আরও তিনটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ঢাকার আশুলিয়ায় হকার শাওন, নরসিংদীর ক্ষুদ্র ব্যবসায়ী আজিজুল মিয়া ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির একজন কর্মীকে হত্যার অভিযোগ এনে মামলা তিনটি হয়। বুধবার রাতে ও বৃহস্পতিবার দায়ের করা এসব মামলায় সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতাকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে। জানা গেছে, আশুলিয়া থানাধীন এলাকায় ফুটপাতে ভ্যানে করে কাপড় বিক্রেতা মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতে মামলাটির আবেদন করেন অ্যাডভোকেট হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী হান্নান ভূঁইয়া নিজেই মামলা দায়েরের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার আবেদনে উলেস্নখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপস্নব কুমার ও বেনজীর আহমেদ প্রমুখ। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ভিকটিম মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে সাভার আশুলিয়ায় বাইপাইলের তিন রাস্তার মোড়ে জামগড়া রোডের পাকা রাস্তার ওপরে গুলি করে হত্যা করা হয়। নরসিংদীতে ব্যবসায়ী হত্যায় মামলা আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ডাব বিক্রেতা আজিজুল মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় ৪শ' থেকে ৫শ' জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহত আজিজুলের বাবা আলমাছ মিয়া বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ মিয়াজীর আদালতে মামলার আবেদন করলে আদালত পুলিশকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আদালত মামলাটি নথিভুক্ত করতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় ৮১ জনের নাম উলেস্নখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৫শ' জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা-ওবায়দুল কাদের ছাড়া মামলার উলেস্নখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুলস্নাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। মামলার আরজিতে উলেস্নখ করা হয়েছে, গত ১৯ জুলাই শহরের জেলখানার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় নির্বিচার গুলি চালালে আজিজুল গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই দিবাগত রাতে আজিজুল মারা যান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল শক্ত হাতে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন। আসামিদের নির্দেশে ছাত্র-জনতার যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের উসকানি ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা একযোগে পিটিয়ে ও গুলিবিদ্ধ করে শিক্ষার্থীদের হতাহত করেছিলেন। আদালত সূত্র জানায়, গত সোমবার মামলার বাদী আলমাছ মিয়া শেখ হাসিনাসহ ১১৪ জনের নাম উলেস্নখ করে আদালতে মামলার আবেদন করেছিলেন। তখন আসামি হিসেবে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা প্রশাসক বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামানের নাম ছিল। পরে ৩৩ জনের নাম বাদ দিয়ে ৮১ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করা হলো। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, 'আদালতের নির্দেশ এখনো হাতে পাইনি। আদেশের কাগজ হাতে পাওয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে।' আড়াইহাজারে শফিক হত্যায় মামলা আমাদের আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উপজেলার বালুয়া কান্দি গ্রামের শফিকুল ইসলাম শফিক নামে বিএনপি'র একজন কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নামে হত্যা মামলা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত পরিচয়ে আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় আসামির তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উলস্নাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৪৫ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাত আরও ১শ' থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এজাহারে তাছলিমা আক্তার উলেস্নখ করেন, গত ৫ আগস্ট তার স্বামী শফিক, দেবর জাহাঙ্গীর, ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জের ধরে পরে ওইদিন সন্ধ্যায় বালুয়াকান্দি গ্রামে ২৭নং আসামি আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র ২০নং থেকে ৪৫নং আসামিরা তার স্বামী, ভাসুর দেবরদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার স্বামী তখন গালমন্দ করতে নিষেধ করায় আনসার আলীর হুকুমে ২৮নং বিবাদী রিফাতের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে শফিককে রক্তাক্ত জখম করে। পরে ৩২নং আসামি ইয়াসিন তার স্বামীর মুখে গামছা দিয়ে বেঁধে মুখ বন্ধ করে বিবাদী সাধু এবং জমির মেম্বার ধারালো দা ও রামদা দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার স্বামীর মৃতু্য হয়। মামলায় অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, ফেনী পৌরসভার সাবেক মেয়র মো. আলাউদ্দিন, ফকির আক্তারুজ্জামান, ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির মাশরিকুজ্জামান, আড়াইহাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বাকীর, আব্দুল হাই, শব্দর আলী, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল, শামীম, কানা রশিদ, জুলহাস, সেলিম, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, বাহাউদ্দিন, আনসার আলী, রিফাত, বিলস্নাল, সাদু, সোহাগ, ইয়াসিন, তফজিরুল রানু, কুতুব উদ্দিন, ইদ্রিস আলী, মো. রফিক, মো. জমির মেম্বার, হাতেম, মনছুর আলী, লিয়াকত আলী, সাদত আলী, রুস্তুম আলী, সুফিয়ান, ফারুক ও মাহাবুব।